করোনায় প্রিন্স গার্মেন্টস মালিকের মৃত্যু

জনবার্তা অনলাইনঃ মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন এক গার্মেন্টস মালিক। মো. তাসলিম আক্তার নামের ওই ব্যক্তি প্রিন্স গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চি‌কিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাসলিম আক্তারের জানাজা ও দাফন-কাফন সরকারি নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এর পর তা আস্তে আস্তে বাড়ছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৩০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে ২১ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৩ জন।