হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
করোনার সংক্রমণ ঠেকাতে শিক্ষকদের প্রতিষ্ঠানে অবস্থান করতে হবে
স্টাফ রিপোর্টার, জনবার্তাঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব কারিগরি ও মাদরাসার শিক্ষক কর্মচারীদের স্ব স্ব প্রতিষ্ঠানে অবস্থান করে সচেতনামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসাথে জেলা-উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের। বৃহস্পতিবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়েছে।
উপসচিব মীর জাহিদ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সব দপ্তর ও সংস্থায় কর্মরত সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী স্ব স্ব প্রতিষ্ঠানে অবস্থান করে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করবেন।
এ বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষকদের।