জামালপুরে এক নার্সসহ চারজন করোনায় আক্রান্ত

জনবার্তা অনলাইনঃ জামালপুরে নতুন করে এক সিনিয়র নার্সসহ দুইজন নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত হতে পারে সন্দেহে জেলার ২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে জানানো হয়, পরীক্ষার রিপোর্টে তাদের মধ্যে দুইজনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে একজন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স (৫৬) রয়েছেন। আক্রান্তদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, এর আগে জেলায় আরো দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছিল। তাদের মধ্যে একজন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট এবং অন্যজন মেলান্দহের বীর ঘোষেরপাড়ার বাসিন্দা। তাদেরকে ইতোমধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

নার্স আক্রান্ত হওয়ার বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জমশেদ খন্দকার বলেন, ওই নার্স যেখানে থাকতেন তা ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।