হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
নওগাঁয় করোনায় আক্রান্ত হলেন এক নার্স
নওগাঁ প্রতিনিধি: এই প্রথম নওগাঁর রাণীনগর উপজেলায় দিপা রাণী (২৫) নামের এক সেবিকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স। ঘটনাটি জানাজানি হওয়ার পর সমগ্র জেলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে নওগাঁর সিভিল সার্জন মো. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীক্ষার জন্য গত ২০ এপ্রিল ওই সেবিকার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল বৃহস্পতিবার রাতে ওই সেবিকার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে। ওই সেবিকা কিভাবে আক্রান্ত হয়েছেন সেই বিষয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এব্যাপারে রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইফতেখারুল আলম জানান, করোনায় আক্রান্ত সেবিকার সংস্পর্শে আসা সহকর্মী, পরিবারের সদস্য ও অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করা হয়েছে। পরে রাতেই হাসপাতাল কোয়ার্টারের সেবিকার আবাসস্থলটি লকডাউন করা হয়।
তিনি আরও জানান, দিপা হাসপাতালে ওয়ার্ডে ডিউটির পাশাপাশি টিকাদান কর্ণারেও দ্বায়িত্ব পালন করতেন। ডিউটিতে থাকার সময় করোনা আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসার ফলে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে ।