হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
নারায়ণগঞ্জে এক পরিবারের ১৭ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায়। সেখানে ইতোমধ্যে ৮ শতাধিক কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একই পরিবারের ১৭ জনের দেহে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
আজ মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন জেলা করোনাবিষয়ক ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়দুল ইসলাম। তিনি বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের পরিবারের ১৭ সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। গতকালই আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।
ডা. জায়দুল ইসলাম বলেন, প্রথমে ওই ডাক্তারের ভাই আনিসের নমুনা পরীক্ষা করা হয়। তার রিপোর্ট পজেটিভ আসে। পরে পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। সোমবার তাদের সবার রিপোর্টও পজেটিভ এসেছে।

তবে সৌভাগ্যক্রমে মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তার নিজে করোনায় আক্রান্ত হননি বলে জানান সদর উপজেলার এই স্বাস্থ্য কর্মকর্তা। ডা. শিল্পী আক্তারের বাড়ি সদর উপজেলার কুতুবপুরের দেলপাড়া এলাকায়। সেখানেই পুরো পরিবার বসবাস করেন।