নারায়ণগঞ্জে ১৭ র‌্যাব সদস্যের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৩৯ সদস্য আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে উপপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক ও দুই সহকারী পরিচালক রয়েছেন। বাকিরা সাধারণ সৈনিক। এদের মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, বর্তমানে তাদের ৩৯ জন সদস্য আইসোলেশনে আছেন। এর মধ্যে ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব সদস্যদের মধ্যে কারো উপসর্গ দেখা দিলেই তাদের হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রাখা হচ্ছে বলেও জানান তিনি।

তবে অপর একটি সূত্র বলছে, নারায়ণগঞ্জে র‌্যাবের ৩৯ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সহকর্মীদের করোনা শনাক্ত হওয়ায় তিনি নিজেও নমুনা পরীক্ষা করিয়েছেন। তবে তার রেজাল্ট নেগেটিভ এসেছে।

অন্যদিকে, র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, যাদের আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোনো উপসর্গ ছিল না। বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে কেউ আক্রান্ত হয়ে থাকলে তা থেকে যেন অন্যরা সংক্রমিত না হন- সেজন্যই নমুনা পরীক্ষা করা হয়। এর পরই ১৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।

তিনি আরো জানান, এ পর্যন্ত র‌্যাব-১১ এর ২১১ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট এসেছে এবং তাদের মধ্যেই ওই ১৭ আক্রান্ত হয়েছেন।