হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
সরকারকে আল্লামা শফির ধন্যবাদ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের ফজিলতের কথা বিবেচনা করে সুস্থ মানুষের জন্য দেশের মসজিদ খুলে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি ও শীর্ষস্থানীয় আলেমরা। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জানান তারা।
এর আগে দুপুরে দেশের শীর্ষ উলামায়ে কেরামের আহ্বানে সাড়া দিয়ে এবং রমজান মাসের ফজিলতের কথা বিবেচনায় নিয়ে সুস্থ ব্যক্তিদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জামাত, জুমা ও তারাবি এবং ইতিকাফের জন্য দেশের সব মসজিদ খুলে দেওয়ার নির্দেশ জারি করে সরকার। তবে করোনার সংক্রমণ ঠেকাতে ১২ দফা শর্ত দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আলেমগণ মসজিদ কর্তৃপক্ষকে যথাযথ সতর্কতা অবলম্বন করে সরকারের নির্দেশিত শর্তসমূহ পরিপালন করে মসজিদে পাঁচ ওয়াক্তের জামাত, জুমা, ও তারাবির আদায়ের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। সেইসঙ্গে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তাওবা ও ইসতেগফার করার জন্যও উদাত্ত আহ্বান জানানো হয়।