সাপাহারে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও সেনা বাহিনীর যৌথ অভিযান

নাসির হায়দার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নভেল করোনা (কোভিড-১৯) প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে দেশের অধিকাংশ জেলা ও উপজেলার মানুষ। উপজেলা প্রশাসনের শত প্রচেষ্টা সত্ত্বেও নওগাঁর সাপাহার উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত মোট তিন জন। 

চলমান এ পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার   বিকেলে উপজেলার সাপাহার সদর ও গোয়ালা ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন এর নেতৃত্বে চালানো হয় অভিযান। এতে সহায়তা করেন সেনা বাহিনীর বিশেষ পেট্রোল টিম। 

এসময় উপজেলার দিঘীরহাট বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে কাঠ ফাঁড়া ‘স’ মিল খোলা রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠান মালিকে অর্থদণ্ড আরোপ করেন।