সাবেক এমপি সুলতান মনসুর ঢাকা বিমানবন্দরে আটক

সাবেক সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি কানাডা থেকে ফিরে আসছিলেন বাংলাদেশে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম মল্লিক বলেন, আজ ভোরে কানাডা থেকে দেশে ফেরেন সুলতান মনসুর। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। মামলা-সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সুলতান মনসুর বিজয়ী হয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হলে সুলতান মনসুর জোটের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সদস্য হন। ধানের শীষ প্রতীক নিয়ে ওই নির্বাচনে বিজয়ী হন তিনি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।

জনবার্তা প্রতিনিধি