হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
১ টাকায় ৮০ বার হাত জীবাণুমুক্ত করার উপায়
নিজস্ব প্রতিবেদকঃ ৮০ বার হাত জীবাণুমুক্ত করবেন, এতে আপনার খরচ পড়বে মাত্র ১ টাকা। একটু অবিশ্বাস্য শোনালেও এমন পদ্ধতি আবিষ্কার করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘সোপিওয়াটার’। খুব কঠিন কিছু নয়, আপনি ঘরে বসেই এটি বানাতে পারবেন, প্রয়োজন হবে ডিটারজেন্ট এবং পানি। বাংলাদেশি বিজ্ঞানীদের আবিষ্কৃত এই পদ্ধতির স্বীকৃতি মিলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকেও।
খুবই সোজা, সোপিওয়াটার বানাতে হলে দেড়লিটার পানিতে চার চা চামচ ডিটারজেন্ট ঢেলে ঝাকিয়ে নিতে হবে। হিসাব অনুযায়ী, চার চা চামচ ডিটারজেন্টের দাম ৪ টাকা। প্রতিবার হাত ধুতে দরকার পড়বে ৩০ মিলিলিটার সোপিওয়াটার। অর্থাৎ, দেড়লিটার দিয়ে হাত ধোয়া সম্ভব ৪০০ বারেরও বেশি।
আইসিডিডিআরবির সহকারি বিজ্ঞানী ডা. নূহু আমিন বলেন, করোনাভাইরাস তাড়ানোর জন্য এটি খুবই কার্যকর। কারণ এতে ক্ষার থাকে সাবানের চেয়েও বেশি। তাছাড়া এটি অনেক সাশ্রয়ী। করোনাভাইরাস প্রতিরোধে বেশি বেশি হাত ধোয়ার কথা বলা হলেও অনেক মানুষের পক্ষে ঘন ঘন সাবান কিংবা স্যানিটাইজার ব্যবহার করা সম্ভব নয়। তাই এই পদ্ধতিটি অনেক ভালো এবং সময়োপযোগী।
রোহিঙ্গা ক্যাম্পে ইতোমধ্যেই এই পদ্ধতিতে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও এশিয়া-আফ্রিকার অনেক দেশে শুরু হয়েছে এর ব্যবহার।