২৪ ঘন্টায় ইতালি ও স্পেনে ১৩শ ৮০জনের মৃত্যু

জনবার্তা অনলাইনঃ মহামারী করোনা ভাইরাসে পাল্লা দিয়ে লাশের মিছিল বাড়ছেই ইতালি ও স্পেনে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশ দুটি।  গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৭৫৬ জনের। আর স্পেনে মারা গেছে ৬২৪ জন। অর্থ্যাৎ গত ২৪ ঘন্টায় এ দেশ দুটোতে করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩শ ৮০জন।  এ নিয়ে ইতালিতে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৭শ ৭৯ জনের এবং স্পেনে ৬ হাজার ৬শ ৬ জনের। রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে এ তথ্য পাওয়া গেছে।২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ২০২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। শুরুর দিকে চীনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল বেশি। দেশটি রাশ টেনে ধরতে সক্ষম হলেও ইউরোপের দেশগুলোতে ভয়ংকরভাবে ছড়িয়ে গেছে এ রোগ।