৫ শর্তে হাসপাতাল ছাড়বেন করোনারোগী

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনার সংক্রমণ বাড়ছে, তাই স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে হাসপাতালে। ওদিকে হাসপাতালের সক্ষমতা কম থাকায় সবাইকে ভর্তিও করা যাচ্ছে না। যারা ভর্তি আছেন, তাদের মধ্যে দ্রুত হাসপাতাল ত্যাগ করার প্রবণতা যেমন আছে তেমনি অনেক সময় কর্তৃপক্ষও পরিস্থিতি সামলাতে পুরাতন রোগী ছেড়ে নতুন কাউকে জায়গা দিতে চান। কিন্তু এই প্রবণতার কারণে যদি করোনার জীবাণু নিয়ে বাইরে চলে আসে কোনো রোগী তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে নিঃসন্দেহে।

corona bangladeshi

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেশের করোনাভাইরাস পরিস্থিতির হালনাগাদ তথ্য দিতে এসে এ বিষয়ে কথা বলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন- আমরা কিছু বিষয় নির্ধারণ করেছি, যেগুলো যথাযথভাবে পালিত হলে তবেই একজন করোনাক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়া পাবে।

১। জ্বর কমানোর ওষুধ (যেমন প্যারাসিটামল) ছাড়াই যদি কারো জ্বর কমে যায়।

২। যদি শ্বাসযন্ত্রের সংক্রমণের (শুষ্ক কাশি, কফ, নিশ্বাসে দুর্বলতা ইত্যাদি) যথাযথ উন্নতি হয়।

৩। ২৪ ঘণ্টার ব্যবধানে যদি দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে।

৪। যদি নমুনা পরীক্ষা করা সম্ভব না হয় তাহলে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে রোগীকে। এই সময়ের মধ্যে যদি জ্বর এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের একটিও না দেখা যায় তাহলে রোগীকে ছেড়ে দেওয়া যাবে।

৫। এই মর্মে রোগীকে নিশ্চয়তা দিতে হবে যে, হাসপাতাল ছাড়ার পরও ১৪ দিন নিজ বাসায় অথবা হাসপাতাল কর্তৃক মনোনীত নির্দিষ্ট জায়গায় আইসোলেশনে থাকবেন।