৮০ শতাংশ করোনা রোগীর চিকিৎসা লাগে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ৮০ শতাংশের বেশির কোনো ধরনের চিকিৎসার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভাইরাসটিতে আক্রান্ত ৮০ শতাংশের বেশি রোগীর কোনো চিকিৎসা লাগে না। শুধু নিয়মিত স্বাস্থবিধি অনুসরণ করলেই রোগী সুস্থ হয়ে যায়। বাকিদের অক্সিজেন সাপোর্ট ও কিছু ওষুধ লাগে। কারণ সংক্রমিত হলে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টের সৃষ্টি হয়।

এ জন্য দেশের প্রতিটি হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত এক সপ্তাহে সারাদেশে ২৭ জন রোগী আইসিইউ সাপোর্ট নিয়েছেন। যা মোট আক্রান্ত রোগীর ১ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ যদি ১০ হাজার রোগী আইসিইউ সাপোর্ট নেয়, তাহলে ১৮০টি ভেন্টিলেটার হলেই চলবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রেকর্ড সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে মোট ১৫ জন কোভিড-১৯ রোগী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৬ জনকে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৮৩৮ জন করোনা রোগী শনাক্ত করা হলো।

উল্লিখিত সময়ে দেশে চিকিৎসা নিয়ে আরো ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ৫৮ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার পর থেকে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে বাংলাদেশকে করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকা হিসেবে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।