আক্রান্তের সংখ্যা সংশোধন করলো আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক: দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মারা যাওয়াদের সংখ্যা দিন ভিত্তিকভাবে প্রকাশ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। কিন্তু গত বুধবার ও বৃহস্পতিবারের আক্রান্তের সংখ্যা নিয়ে কিছুটা গড়মিল থাকায় সেটি সংশোধন করেছে প্রতিষ্ঠানটি। তাদের ওয়েবসাইটে সেই তথ্য আপডেটও করা হয়েছে।

শনিবার অনলাইনে করোনাভাইরাস নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ বুলেটিনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য সংশোধনের কথা জানান।

তিনি বলেন, গত তিন দিন ধরে করোনাভাইরাস শনাক্ত হওয়া যেসব রোগীদের কথা বলা হচ্ছে, সেখানে একদিনের তথ্যে কিছুটা সমস্যা ছিল। গত বৃহস্পতিবার প্রকাশ করা আক্রান্ত রোগীদের সংখ্যার সঙ্গে এর আগের দিন বুধবারের আক্রান্ত অনেকের তথ্য ছিল। সেটিকে নতুন করে দিনভিত্তিকভাবে বিভাজন করে সংশোধন করা হয়েছে।

effected graf 18 4 2020
আইইডিসিআরের ওয়েবসাইটে প্রকাশ করা আক্রান্তের সংখ্যার গ্রাফ

আইইডিসিআরের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, গত বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ৩৪১ জন। সেটিকে সংশোধন করে ২৯২ জন করা হয়েছে। অন্যদিকে এর আগের দিন গত বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২১৩ জন। সেটিকে সংশোধন করে ২৬৮ জন করা হয়েছে।

শনিবার আইইডিসিআর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৪ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩০৬ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ১৪৪ জনে।