আগামীকাল থেকে সীমিত আকারে ‍খুলছে শপিংমল

নিজস্ব প্রতিবেদক: একদিকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, অন্যদিকে পবিত্র ঈদুল ফিতর নিকটবর্তী হচ্ছে। এ অবস্থায় সরকার আজ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটি হলো- আগামীকাল মঙ্গলবার থেকে সীমিত আকারে খুলছে দোকানপাট ও শপিংমল। তাছাড়া সাধারণ ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে।

আজ সোমবার মন্ত্রিপরিষদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দোকানপাট ও শপিংমল খুললেও সেটা সীমিত পরিসরে এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে। সেইসঙ্গে বিকাল ৫টার মধ্যে বন্ধ করতে হবে শপিং মল ও সংশ্লিষ্ট দোকানপা। এ ছাড়া শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।

অন্যদিকে, সাধারণ ছুটি বাড়লেও কর্মস্থল ত্যাগ করা যাবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ছুটি বাতিল থাকবে।