সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
আজহারীর তত্ত্বাবধানে ৭১ লাখ টাকার খাদ্য সহায়তা
নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে বিপাকে পড়েছেন খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষ। দেশে যেভাবে প্রতিদিন করোনা সংক্রমণের বিস্তার বাড়ছে তাতে এই সংকট আরো দীর্ঘায়িত হতে যাচ্ছে। তাছাড়া কয়েকদিন পর পবিত্র রমজান শুরু হবে। তাই রমজানে যেন কেউ খাদ্য সংকটে না পড়ে সেজন্য এগিয়ে এসেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখানে থেকেই ‘রমজান ফুড প্যাক’ নামে দরিদ্র ও অসহায়দের জন্য একটি তহবিল সংগ্রহ করেছেন। মাত্র সাত দিনের ব্যবধানে সেই তহবিলে মোট অনুদান জমা হয়েছে একাত্তর লক্ষ পঁচিশ হাজার আটশত একাশি টাকা। সেগুলো দিয়ে ৩৫টি জেলার প্রায় সাড়ে পাঁচ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী নিজেই। মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করতে পারায় মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া জ্ঞাপন করে তিনি সেখানে উল্লেখ করেন, ইতোমধ্যে অধিকাংশ জেলাতেই বিতরণ কার্যক্রম শেষ। বাকি যে কয়টা জেলা রয়েছে সেগুলোতে রমজানের আগেই বিতরণ করা হবে।
মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ডাল ২ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, তেল ২ লিটার, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম ও ডেটল সাবান ২টি করে রয়েছে। তবে লকডাউনের কারণে পণ্য সংকটের কারণে কয়েকটি জেলায় পরিমাণে সামান্য কমবেশি হতে পারে। কিন্তু হুবহু একই ফুড আইটেম রয়েছে।
স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও সার্বক্ষণিক কো-অর্ডিনেটরদের সঙ্গে ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রম মনিটরিং করেছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সকলের নিরলস পরিশ্রমের কারণেই এটি সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দিক।