আড্ডাবাজদের খুঁজতে ড্রোন ব্যবহার করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার মোকাবেলায় জনগণকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি-সরকারি প্রতিষ্ঠান, আদলত, দোকানপাট। জেলায় জেলায় জারি করা হয়েছে লকডাউন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী। কিন্তু তারপরও বন্ধ করা যাচ্ছে না মানুষের বাইরে বের হওয়া।

রাস্তাঘাট-অলিগলিতে এখনো মানুষ অযথাই বের হচ্ছেন। অনেকে আবার জনসমাগম করে আড্ডাও দিচ্ছে। সামাজিক ও ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার জন্য স্থানীয়ভাবে বিভিন্ন প্রচারণা, প্রশাসনের পক্ষ থেকে বার বার অনুরোধ, এমনকি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলেও নির্দেশনা মানছেন না অনেকে। টহল পুলিশ দেখলেই দৌড়ে ঢুকে পড়ছেন অলিতে-গলিতে। তাই এবার নির্দেশনা অমান্যকারীদের খুঁজে বের করতে অভিনব পদ্ধতি প্রযুক্তির আশ্রয় নিয়েছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।

নগরীতে যারা নিষেধাজ্ঞা না মেনে বাইরে বের হচ্ছে, আড্ডা দিচ্ছে, তাদের খুঁজে বের করতে ড্রোন ব্যবহার করছেন এই থানা কর্তৃপক্ষ। আকাশে উড়ে বেড়ানো ড্রোন দিয়ে বিভিন্ন অলিগলিতে আড্ডা দেওয়া ব্যক্তিদের ছবি এবং ভিডিও সংগ্রহ করা হচ্ছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, লোকজনকে বার বার সতর্ক করা সত্ত্বেও তার বাইরে বের হচ্ছেন। পুলিশ দেখলেই দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছেন। তাই সকাল, দুপুর ও বিকালে ড্রোন উড়িয়ে তাদের ছবি ও ভিডিও সংগ্রহ করা হচ্ছে। যাতে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

কোতোয়ালি থানার ফেইজবুক পেইজে এক ভিডিও বার্তায় ওসি বলেন, যারা ঘরে থাকতে চাইছেন না এবং বাইরে অযথা আড্ডা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এখন আপনি ভেবে দেখুন, আপনি জেলখানায় নাকি বাসায় থাকবেন।