আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে থাকা ২২ জন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় গোটা ট্রাইব্যুনালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম গণমাধ্যমকে বলেন, গত মাসে ট্রাইব্যুনালের ব্যারাকে থাকা এপিবিএনের ৩ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর একে একে দুটি ব্যারেকের মোট ২২ জন সদস্য সংক্রমিত হয়েছেন।

তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৫ জনকে চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে। তবে দুটি ব্যারেকে এখনো ১৭ জন সদস্য অবস্থান করছেন। সংক্রমণ যাতে আরো ছড়িয়ে না পড়ে তাই গোটা ট্রাইব্যুনালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেয়াদ আল মালুম আরো জানান, আপাতত অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রাইব্যুনালের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল প্রথম ট্রাইব্যুনালের ব্যারাকের এক এপিবিএন সদস্যের করোনাভাইরাস শনাক্ত করা হয়। এরপর গত ২৭ এপ্রিল আক্রান্ত হন আরো দুইজন। এ সময় সেখানকার একটি ব্যারেক লকডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে ধীরে ধীরে ওই দু্ই ব্যারেকে থাকা আরো ১৯ সদস্যের করোনাভাইরাস পজিটিভ আসে।