আরাকান আর্মির হাতে ১১ বাংলাদেশি জেলে জিম্মি

কক্সবাজারের সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

শাকিলা পাতা (এসপি)

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের টেকনাফ-সেন্ট মার্টিন জলসীমা থেকে অস্ত্রের মুখে ১১ জন জেলেকে জিম্মি করে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় জেলে ও বোট মালিক সমিতির সদস্যরা অভিযোগ করেছেন।

কী ঘটেছে?
টেকনাফের কায়ুকখালী এলাকার দুটি মাছধরার ট্রলারসহ ১১ জন জেলে নাফ নদী ও সেন্ট মার্টিনের কাছাকাছি সমুদ্রে মাছ ধরছিলেন। হঠাৎ আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মিয়ানমারের দিকে নিয়ে যায়।  জিম্মিদের মধ্যে কারা রয়েছেন বা তাদের অবস্থান কোথায়—এ বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

স্থানীয়দের প্রতিক্রিয়া
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, “আমাদের জেলেরা নিরাপদে কাজ করতে পারছে না। বারবার এমন ঘটনা ঘটলে জেলেদের জীবন-জীবিকা হুমকিতে পড়বে।” শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আবদুল মান্নান জানান, বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

জেলেদের আতঙ্ক
এ ঘটনার পর টেকনাফ ও সেন্ট মার্টিনের জলসীমায় মাছ ধরতে ভয় পাচ্ছেন স্থানীয় জেলেরা। গত কয়েক মাসে এ ধরনের একাধিক ঘটনা ঘটায় তারা নিরাপত্তার জন্য জোর দাবি জানাচ্ছেন।

প্রশাসনের অবস্থান
স্থানীয় পুলিশ ও কোস্ট গার্ড বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে। তবে, মিয়ানমারের সঙ্গে সমন্বয়হীনতা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

সরকারের কাছে মূল প্রশ্ন
– বাংলাদেশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নেবে? আরাকান আর্মির এমন অপকর্ম বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে কী ব্যবস্থা নেওয়া যায়?