ইরানে জরুরি সহায়তা পাঠালেন কাতারের আমির

জনবার্তা অনলাইনঃ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির নির্দেশে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট-কিউএফএফডি করোনাভাইরাস (কোভিড -১৯) মহামারী মোকাবিলার জন্য ইরানে জরুরি চিকিৎসা সহায়তা প্রেরণ করেছে।

কাতারের পাঠানো ছয় টনের চিকিৎসা সহায়তার মধ্যে বিভিন্ন মেডিক্যাল উপকরণ রয়েছে।

কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট জানায়, করোনাভাইরাস মোকাবিলায় কাতার বিশ্ববাসীর সাথে যুদ্ধ করে যাবে।

ইরানে ৭২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ১৪ হাজার মানুষ দেশটিতে করোনাভাইরাসে আক্রন্ত হয়েছে।

এ পর্যন্ত বিশ্বব্যাপী এক লাখ ৬৯ হাজার ৬১০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার ৫১৮ জন প্রাণ হারিয়েছেন। আর সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৭৭৬ জন। গালফ টাইমস।