একই পরিবারের ২৬ সদস্য করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: লকডাউনের মধ্যেও ভারতে করোনাভাইরাস পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। সেখানে প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখোমুখি রাজধানী দিল্লি ও মহারাষ্ট্র। এই দুই রাজ্যে প্রতিদিন ব্যাপকহারে সংক্রমণের সংখ্যা বাড়ছে।

সংক্রমণ এতটাই বেড়েছে যে, গতকাল শনিবার দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় একই পরিবারের ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এরই প্রেক্ষিতে পুরো এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে প্রশাসন।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই ২৬ জনসহ আজ রোববার বিকেল পর্যন্ত দিল্লিতে কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে ১ হাজার ৮৯৩ জন। আর মৃত্যুবরণ করেছেন ৫০ জনের বেশি।

রাজ্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ওই পরিবারের সবার রিপোর্ট পজেটিভ আসায় পুরো জাহাঙ্গীরপুরীকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সংক্রমণ যেন ব্যাপকহারে ছড়াতে না পারে সেজন্য এ সিদ্ধান্ত। এ নিয়ে দিল্লিতে এখন পর্যন্ত ৭৬টি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হলো।

ভারতে ভাইরাসটির কারণে সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র। সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে এখন পর্যন্ত ৩ হাজার ৬৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এরপরই দিল্লির অবস্থান। এ ছাড়া গুজরাট, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান ও তামিল নাড়ুতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে পুরো ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫২১ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৬ জন।