এক যুক্তরাষ্ট্রেই অর্ধলাখ মৃত!

আন্তর্জাতিক ডেস্ক: এ যেন নিয়ম হিসেবে দাঁড়িয়ে গেছে, যুক্তরাষ্ট্রে (USA) প্রতিদিন ২ হাজারেরও বেশি মানুষ স্রেফ সংখ্যায় পরিণত হয়ে যাবে। এভাবে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণে মৃত্যুর মিছিল ভারী থেকে আরো ভারী হচ্ছে দেশটিতে। এই তো মাত্র সেদিন যুক্তরাষ্ট্রে (USA) হানা দিল করোনাভাইরাস (Coronavirus) । বলতে বলতে নাই হয়ে গেল অর্ধলাখ মানুষ!

গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩২৫ জন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৮৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮০ হাজার ৩০৪ জন। মোট মৃত্যু ৫০ হাজার ছুঁই ছুঁই, ৪৯,৮৬৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৯২২ জন।

মার্চ মাসের ১ তারিখে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যু হয়। সংক্রমণের গতি কত বেশি হলে মাত্র ১ মাস ২৩ দিনের মাথায় প্রাণহানি ঘটতে পারে ৫০ হাজার মানুষের! শুধু কী তাই, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৫ হাজারের কিছু বেশি। বাকি ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে গত ২৩ দিনে!

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউইয়র্কের (New Yor) অবস্থা সবচেয়ে শোচনীয়। সেখানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৫৯২ জন। মৃত্যুবরণ করেছেন ২০ হাজার ৮৬১ জন।