সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এখনও স্কুল বন্ধ করার মতো পরিস্থিতের সৃষ্টি হয়নি। তিনি বলেন, আমাদের সতর্ক হতে হবে। কেউ আতঙ্কিত হবেন না। পরিস্থিতি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
রোববার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কখা বলেন।
দীপু মনি বলেন, স্থানীয়ভাবে করোনার কোনো সংক্রমণ নেই। বিদেশ থেকে আসা ঠেকাতে সর্বাত্মক চেষ্টা করছি আমরা।
তিনি বলেন, এখন পর্যন্ত বিদেশ থেকে যারা করোনাভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত হয়ে আসছেন তাদের শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে আমাদের বন্দরগুলোতে অনেক ভালো প্রস্তুতি ও ব্যবস্থা তৈরি করা হয়েছে। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সকলকে আতঙ্ক ছাড়ানো ও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছি।