হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
এবার তুমি থেমে যাওয়ার নির্দেশনা প্রার্থনা করো প্লিজ, ওহে করোনা!
এনায়েতুল্লাহ পাটোয়ারীঃ
ওহে করোনা! তুমি দাম্ভিকতায় বেপরোয়া চীনকে সায়েস্তা করে ইউরোপে হানা দিয়ে লন্ডভন্ড করে দিচ্ছো তাদের আভিজাত্যকে। সারা দুনিয়া তোমার ভয়ে কম্পমান। ছাড়ছো না আমেরিকা কিংবা কানাডাকেও। দেশ থেকে দেশে তোমার আঘাত জানিয়ে দিচ্ছে তোমার স্রষ্টার অসীম শক্তিমত্তা।
আমাদের এই জনবহুল গরীব খেটে খাওয়া মানুষের দেশকে তুমি অনুগ্রহ করে রেহাই দাও। তোমার স্রষ্টা আমাদেরও স্রষ্টা মহান আল্লাহর রহমত ছাড়া তোমাকে ঠেকানোর সক্ষমতা আমাদের নেই।
ওহে গুপ্তঘাতক করোনা! তুমি তোমার ও আমাদের মহান স্রষ্টার অসীম ক্ষমতা দেখিয়ে দিয়েছো দিশাহারা মানব জাতিকে। মানব জাতি তোমার মতো অতি ক্ষুদ্র একটি জীবানু প্রাণীকে মোকাবেলায় সীমাহীন অসহায়ত্বের পরিচয় দিয়েছে। এতে প্রমাণিত হয়েছে তোমার ও আমাদের সৃষ্টিকর্তা মহা পরাক্রমশালী ক্ষমতার অধিকারী। এবার তোমার রবের নির্দেশনা প্রার্থনা করো থেমে যাওয়ার জন্য। প্লিজ করোনা তুমি থেমে যাও। তুমি তোমার সৃষ্টির গহীনে বিলীন হয়ে যাও।
ভীতির আজব সৃষ্টি ওহে করোনা!
তুমি কি দেখছো না তোমার ও আমাদের স্রষ্টা মহান রবের ঘর বায়তুল্লাহকে আজ তার রক্ষণাবেক্ষণকারীগণ অবরুদ্ধ করে দিয়েছে তোমার ভয়ে। তুমি কি দেখছো না মহান আল্লাহর কোটি কোটি গোলাম তাঁদের প্রভুর দরবারে কান্নায় অবনত তোমার আক্রোশ থেকে মুক্তি পেতে? ইমানদার, পাপী তাপী, বিশ্বাসী অবিশ্বাসী, সাদা কালো আজ একাকার হয়ে নতী স্বীকার করছে স্রষ্টার অসীম ক্ষমতার নিকট।
করোনা তুমিও বলো, আমরা আদম সন্তানরাও বলি স্রষ্টার পানে, হে প্রভু এবারের মতো আমাদের ক্ষমা করে দিন, মাপ করে দিন, আপনার ক্রোধ থেকে রাগ থেকে আমাদের মুক্তি দিন। আমাদের আশ্রয় নেয়ার আশ্রয় চাওয়ার আর কোন প্রভু নেই আপনি ছাড়া। আমাদের অন্যায়, জুলুম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার দম্ভ, পাপ, অনাচার আপনার রহমতের ঝর্ণাধারায় ধুয়ে মুছে মাপ করে দিন। হে মহান প্রভু আমাদের মাপ করে দিন। করোনার মতো মহামারীর পরীক্ষা দেয়ার ক্ষমতা পৃথিবীবাসীর নেই। আপনি আপনার সৃষ্টির সেরা মানব জাতিকে রক্ষা করুন হে আল্লাহ।
লেখকঃ বিশিষ্ট কবি ও সাহিত্যিক