এবার সপরিবারে করোনায় আক্রান্ত সাংবাদিক নেতা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে এবার সপরিবারে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন এক সাংবাদিক নেতা। মঙ্গলবার নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়।

আক্রান্তরা হলেন- নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক আরিফ আলম দীপু, তার স্ত্রী সায়মা আক্তার আলো এবং তাদের ছেলে সাদমান।

বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক আরিফ আলম দীপু গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরে তিনি জ্বর, সর্দি ও কাশিজনিত অসুস্থতায় ভুগছিলেন। করোনাভাইরাস আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে প্রথমে নমুনা পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে ফোন দেন। কিন্তু এরপর দুই দিন কেটে গেলেও কেউ নমুনা নিতে আসেনি।

পরে তার এক সহকর্মী বিষয়টি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে জানালে তিনি নমুনা সংগ্রহের জন্য তাৎক্ষণিকভাবে জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেন। এরপর স্বাস্থ্যকর্মীরা দুই দফায় বাসায় এসে ওই সাংবাদিক নেতাসহ তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে। পরীক্ষার রিপোর্টে তাদের তিনজনেরই করোনাভাইরাস পজিটিভ আসে।

আরিফ আলম দীপু আরো জানান, বর্তমানে তিনি এবং তার স্ত্রী, সন্তান অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। সহকর্মীরা সব সময় তাদের খোঁজখবর নিচ্ছেন।

নিজের এবং পরিবারের সদস্যদের জন্য সকলের দোয়া চান তিনি। পাশাপাশি সংসদ সদস্য শামীম ওসমান ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরিফ আলম দীপু।

উল্লেখ্য, গত কয়েকদিনে ঢাকায় বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকা মিলে প্রায় সাত জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মুন্সীগঞ্জে স্থানীয় এক সাংবাদিক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।