কওমি মাদ্রাসাকে আরো ৮ কোটি ৬৩ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংকটকালীন সময়ে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের কওমি মাদ্রাসাগুলােকে আরো ৮ কোটি ৬৩ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে টাকাগুলো পাঠিয়ে দেয়া হয়েছে।

আজ সোমবার তথ্যটি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সারাদেশের আরো ৬ হাজার ৯৭০টি কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বরাদ্দকৃত এই অর্থ ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ব্যাংক হিসেবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে।

যে মাদ্রাসাগুলোতে সহায়তা দেয়া হয়েছে, সেগুলোর মধ্যে রংপুর বিভাগে ৮৩৯টি, রাজশাহী বিভাগে ৬৬২টি, খুলনা বিভাগে ৪৩১টি, বরিশাল বিভাগে ২০২টি, ময়মনসিংহ বিভাগে ৯৩৭টি, ঢাকা বিভাগে ২ হাজার ২০২টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২১১টি এবং সিলেট বিভাগে ৪৮৬টি মাদ্রাসা রয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল মোট ৬ হাজার ৯৫৯টি কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১টি, খুলনা বিভাগে ১ হাজার ১১টি, রাজশাহী বিভাগে ৭০৪টি, রংপুর বিভাগে ৭০৩টি, সিলেট বিভাগে ৪৮১টি, বরিশাল বিভাগে ৪০২টি এবং ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি মাদ্রাসা রয়েছে।