সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের কওমি মাদ্রাসাগুলোকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বার্তা সংস্থা বাসসকে তথ্যটি নিশ্চিত করে।
জানা যায়, মোট ৬ হাজার ৯৫৯টি কওমি মাদ্রাসাকে এ আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ইতোমধ্যে টাকাগুলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
এর মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১টি, খুলনা বিভাগে ১ হাজার ১১টি, রাজশাহী বিভাগে ৭০৪টি, রংপুর বিভাগে ৭০৩টি, সিলেট বিভাগে ৪৮১টি, বরিশাল বিভাগে ৪০২টি এবং ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি মাদ্রাসা রয়েছে।