কক্সবাজারে করোনা সন্দেহে হোম কোয়ারেন্টিনে ৩ জন

স্টাফ রিপোর্টার: কক্সবাজারে তিন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস থাকতে পারে এমন সন্দেহে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন মো. মাহাবুবুর রহমান। রোববার বিকালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক হোম কোয়ারেন্টিনে রাখা রোগীরা স্থানীয়। তাদের বিমানবন্দরের থার্মাল স্ক্যানারের  মাধ্যমে সনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে প্রাথমিক লক্ষণ পাওয়া যাওয়ায় আলাদাভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সে সাথে তাদের বিষয়ে সার্বক্ষণিক সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সাথে যোগাযোগ করা হচ্ছে। সিভিল সার্জন আরও বলেন, বাংলাদেশে শুধুমাত্র আইইডিসিআর এ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।