করোনামুক্ত হলেন ৬ লাখ মানুষ

জার্মানির একটি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের শেষ প্রান্তে চীনের হুবেই রাজ্যের রাজধানী উহানে দেখা দেয় মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব। এর পর আস্তে আস্তে তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। পাশাপাশি সাধারণ চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন লোকজন। বিশ্বব্যাপী এ পর্যন্ত ছয় লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে ৬ লাখ তিন শতাধিক লোক সুস্থ হয়েছেন।

অন্যদিকে, মরণঘাতী এ ভাইরাসটিতে বিশ্বের ২৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক লাখ ৬০ হাজারের বেশি।

সংস্থাটির মতে, বর্তমানে আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ ৩৯ হাজার লোক আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৯ হাজারের বেশি লোকের। পাশাপাশি সুস্থ হয়েছেন ৬৮ হাজারের বেশি মানুষ।

total recovered six lakhs globally
মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব

তবে সুস্থতার তালিকায় শীর্ষে রয়েছে জার্মানির নাম। দেশটিতে আক্রান্ত এক লাখ ৪৩ হাজার ৭২৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ হাজার।