করোনার দ্বিতীয় ধাক্কা: ভ্রাম‌্যমাণ আদালতের পরিকল্পনা

জনবার্তা ডেস্কঃ আসছে শীতে করোনার দ্বিতীয় ধাক্কার আশঙ্কা করছেন সরকারের সংশ্লিষ্টরা। তবে, এই সময়ে লকডাউনের পরিবর্তে মাস্ক ব‌্যবহারসহ স্বাস্থ‌্যবিধি রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণ স্বাস্থ‌্যবিধি মেনে চলছে কি না, তা তদারকি করতে ভ্রাম‌্যমাণ আদালতের অভিযান চালাবে সরকার।

করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গত ২২ সেপ্টেম্বর বৈঠকে বসেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সভায় প্রতিবেশী দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে করোনা-সংক্রমণের আশঙ্কা নিয়ে আলোচনা করা হয়। এ সময় এসব যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রবেশের অনুমতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলা হয়। একইসঙ্গে বিদেশফেরত করোনা-নেগেটিভ সার্টিফিকেট বহনকারীদের ১৫ দিন কোয়ারেন্টাইনে থাকার বিষয় পর্যবেক্ষণ করতেও দায়িত্ব দেওয়া হয়।

পুলিশের মহাপরিদর্শক  (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেন, ‘করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। হাঁটবাজারের জন‌্য আবারও সময় নির্ধারণ করে দেওয়া হবে। একইসঙ্গে প্রবীণদের মধ্যে যাদের বয়সসীমা ৫০ থেকে ৭০ বছর, তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা নেবে।’

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় ফিল্ড হাসপাতাল তৈরির প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।’

জানতে চাইলে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘করোনার দ্বিতীয় ধাক্কার সময় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এ কারণে কোনো এলাকাই লকডাউন করা হবে না।  তবে, জনগণ মাস্ক পরছে কি না, স্বাস্থ‌্যবিধি মেনে চলছে কি না, তা দেখভালের জন‌্য মাঠপর্যায়ে ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনা করা হবে। এই বিষয়ে মাঠপর্যায়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।’

এরআগে, গত ২১ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার দ্বিতীয় ধাক্কা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি করোনার সংক্রমণ প্রতিরোধে মাঠপর্যায় পর্যন্ত সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন।

তথ্যসূত্রঃ রাইজিংবিডি