করোনার মাঝেই কাঁপল দিল্লি

জনবার্তা অনলাইনঃ করোনাভাইরাসের কারণে যখন বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও আতঙ্ক বিরাজ করছে, তখন সেই আতঙ্ককে অল্প সময়ের জন্য হলেও আরো বাড়িয়ে দিলো ভূমিকম্প। আতঙ্কে লকডাউনের মধ্যেই রাস্তায় নেমে আসেন ভারতীয় রাজধানীর বাসিন্দারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, আজ রোববার বিকেলে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠে দিল্লি। কম্পন অনুভূত হয় দিল্লির আশপাশের এলাকাতেও। করোনার সংক্রমণ নিয়ে আতঙ্কিত দিল্লিবাসী হঠাৎ ভূমিকম্পের ফলে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন।

খবরে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পূর্ব দিল্লির ৬.৫ কিলোমিটার গভীরে।

ভারতের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫।

কম্পনের পর মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। লকডাউনের মধ্যেই বহুতল থেকে রাস্তায় নেমে আসেন অনেকেই। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।