করোনায় মারা গেলেন ডা. মনিরুজ্জমান

হেমাটোলজিস্ট এবং ল্যবরেটরি মেডিসিন স্পেশালিস্ট ডা. মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: করোনায় প্রাণ গেল আরেক বিশেষজ্ঞ চিকিৎসকের। চলে গেলেন দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মোহাম্মদ মনিরুজ্জামান। রোববার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে ডা. মনিরুজ্জমান রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান হেমাটোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিষয়টা নিশ্চিত করে আনোয়ার খান মর্ডান হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ এহতেশামুল হক বলেন, মৃত্যুর ঘণ্টাখানেক আগেও রোববার বিকেল বেলা তিনি আমাদের হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। তাকে অসুস্থ অবস্থায় দেখিনি, তিনিও আমাদেরকে কিছু জানাননি। বাসায় গিয়ে ইফতারের মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে দেখা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

ড. মোহাম্মদ এহতেশামুল হক আরো বলেন, এই ঘটনার পর ডা. মনিরুজ্জামানের সংস্পর্শে আসা হেমাটোলজি বিভাগের অন্য ৪ চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পুরো হাসপাতালে জীবাণুনাশক ছিটিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই আরো কিছু উদ্যেগ নিচ্ছি আমরা।’

গত ১৫ এপ্রিলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মঈন উদ্দিন। তিনি ছিলেন প্রথম চিকিৎসক যিনি দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।