হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
করোনায় সংক্রমিত ২১ বিচারক
নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। বাদ যাচ্ছেন না ধনী থেকে গরিব কিংবা সাধারণ মানুষ থেকে ভিআইপি কেউ। ইতোমধ্যে সমাজের সব স্তরের মানুষকে সংক্রমিত করেছে ভাইরাসটি। অনেকে মৃত্যুবরণও করছেন।
এখন পর্যন্ত ২১ জন বিচারক এবং ৬২ জন কর্মচারী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন একজন। এ ছাড়া উপসর্গ নিয়ে আরো একজন প্রাণ হারিয়েছেন।
আজ রোববার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের তথ্য অনুযায়ী ২০ জুন পর্যন্ত দেশের অধস্তন আদালতের মোট ৮৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ২১ জন বিচারক এবং ৬২ জন কর্মচারী।
সংক্রমিতদের মধ্যে মৃত্যুবরণ করেছেন মাদারীপুর জেলা জজ আদালতের জারীকারক মো. কাওছার মিয়া। এ ছাড়া নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহায়ক মহিউদ্দিন মোহন ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন। নমুনা পরীক্ষা করা হলেও তার রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
অন্যদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের অফিস সহায়ক আব্দুল বারী সুস্থ হয়ে গেছেন। বিচারকদের মধ্যে নেত্রকোণা জেলা জজ মো. শাহজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানও সুস্থ হয়ে উঠেছেন।