করোনা থেকে সুস্থ হওয়া তরুণী যে পরামর্শ দিলেন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে কোভিড-১৯ রোগে আক্রান্ত অস্ট্রেলিয়ার এক তরুণী অন্যদের সাহস দিয়ে বলছেন, গলা ব্যথা ও মাথা ব্যথার চেয়ে জটিল অসুখ নয় করোনা।

ব্রিগ্রেড উইলকিন্স নামের এই তরুণী গত সপ্তাহে লন্ডন থেকে সিঙ্গাপুরের হয়ে বিয়ের জন্য অষ্ট্রেলিয়ার ব্রিসবেন পৌঁছান। সেখানে তার কোভিড-১৯ রোগ ধরা পড়ে।

তিনি বলেন, কিভাবে করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হলেন তা তার ধারণার বাইরে।’

তবে এক সপ্তাহের মতো লন্ডনে কাটিয়ে সিঙ্গাপুর হয়ে ব্রিসবেনে পৌঁছেছেন বলে এক সাক্ষাৎকারে জানান তিনি।

কুইন্সল্যান্ড স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে ব্রিগ্রেড উইলকিন্স জানান, কোয়ারেন্টাইন থাকার পর এই সপ্তাহের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হবে। তিনি বলেন, ‘আমি যে বার্তাটি বিশ্বের কাছে তুলে ধরতে চাই তা হলো কারও কাছে করোনা ইতিমধ্যে রয়েছে এবং করোনার লক্ষণ খুব সাধারণ, যেমন মাথা ব্যথা, বা গলা ব্যথার মতো বা ক্লান্ত করে ফেলে।’

উইলকিন্স আরও বলেন, ‘মিডিয়া করোনাভাইরাসকে যেভাবে তুলে ধরছে; আসলে ততটা গুরুতর নয়। করোনাভাইরাস সম্পর্কে মিডিয়ার শিরোনামে প্রচুর হাইপ এবং হিস্টিরিয়া রয়েছে। তবে করোনায় আক্রান্ত বিশেষত প্রবীণ বিষয়টি অত্যন্ত গুরুতর। আমি মনে করি আমাদের শান্ত থাকতে হবে।’