হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
করোনা পরীক্ষায় ১৭০ সাংসদকে চিঠি
নিজস্ব প্রতিবেদক: দেশে সাধারণ মানুষের পাশাপাশি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন এমপি-মন্ত্রীরাও। এমতাবস্থায় জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে অংশ নিতে যাওয়া সংসদ সদস্যদের নমুনা পরীক্ষা করার আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
জানা যায়, চলমান ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অধিবেশনের আগামী চার কার্যদিবসে পর্যায়ক্রমে অংশ নিবেন এমন ১৭০ সংসদ সদস্যকে করোনাভাইরাস পরীক্ষা করার আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ইতোমধ্যে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে তাদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত সেখানে নমুনা দিয়েছেন ২০ জন সংসদ সদস্য।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, সংসদ সদস্যদের বাজেট অধিবেশনে অংশ নেওয়ার আগে করোনাভাইরাস পরীক্ষা করার জন্য আহ্বান জানানো হয়েছে। তারা এই আহ্বানে সাড়া দিয়েছেন। ইতোমধ্যে কয়েকজন সংসদ সদস্য নমুনাও দিয়েছেন।
তিনি আরো বলেন, জাতীয় সংসদ অধিবেশনে অংশ নেয়া প্রত্যেকের সুরক্ষার কথা বিবেচনা করে এই আহ্বান জানানো হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারীর শরীরে প্রাণঘাতী এ ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। তাই এটি যাতে আর অন্য কারো মাঝে না ছড়ায়, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস পরীক্ষা করার ব্যবস্থা করা হয়। কিন্তু তখন সংসদ সদস্যদের নমুনা পরীক্ষার বিষয়ে কোনো নির্দেশনা ছিল না।
জানা যায়, আজ রোববার পর্যন্ত ১৫ জন মন্ত্রী ও সংসদ সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জনের কোভিড-১৯ শনাক্ত করো হয়েছে। জাতীয় সংসদে দায়িত্ব পালনকারী ৮২ আনসার সদস্যও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।